কলকাতা: ২০২৪ সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এরই মধ্যে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের ‘বদলি’র জেরে কমিশনকে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সুষ্ঠু নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা ভোটের দাবি তুললেন তিনি।
বিরোধীরা বরাবরই দাবি করে আসছেন, সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে কেন্দ্রের শাসক দল বিজেপি। এ বার ভোট ঘোষণার পরেই বিভিন্ন রাজ্যে পুলিশ-প্রশাসনিক কর্তাদের বদলি নিয়ে প্রশ্ন তুলেছেন ডেরেক।
সোশাল মিডিয়ার পোস্টে ডেরেকের মন্তব্য, কমিশনের দফতর যেন বিজেপির পার্টি অফিস হয়ে গিয়েছে! বিজেপি কি আমজনতার মুখোমুখি হতে এতটাই ভয় পাচ্ছে যে নির্বাচন কমিশনকে ঢাল করে বিরোধীদের টার্গেট করতে হবে? তাঁর আরও প্রশ্ন, অফিসারদের বদলি না কি নির্বাচিত রাজ্য সরকারের? সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের স্বার্থে সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট হোক।