ব্যক্তিগত ভুলের দায় দল নেবে না দল, বিধানসভায় পরিষদীয় বৈঠকে বিধায়কদের সতর্ক করল তৃণমূল

কলকাতা: ব্যক্তিগত ভুলের দায় দল নেবে না দল। বুধবার পরিষদীয় বৈঠকে বিধায়কদের উদ্দেশে এমনই বার্তা দিলেন তৃণমূল নেতৃত্ব।

সূত্রের খবর, বিধানসভা অধিবেশনের প্রথম দিনে বৈঠকে বসে তৃণমূলের পরিষদীয় দল। সেখানে বিধায়কদের উদ্দেশে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন, কারও ব্যক্তিগত দুর্নীতির দায় নেবে না দল। এ দিনের বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম প্রমুখ। এই বার্তা শোনা গিয়েছে খোদ ফিরহাদ হাকিমের গলাতেও।

একই সঙ্গে বৈঠকে বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে, বিধানসভা অধিবেশনের প্রতি দিন ২১৬ জন বিধায়ককেই হাজিরা দিতে হবে। এ বারের অধিবেশনে ৬-৭টি বিল আনা হবে। সেগুলির উপর সম্ভাব্য ভোটাভুটির সময় দলের সমস্ত বিধায়ককেই উপস্থিত থাকতে হবে।

শুধু তাই নয়, দুর্নীতি ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে আক্রমণের সম্ভাবনা রয়েছে বিরোধীদের। ফলে পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই সতর্ক তৃণমূল। সূত্রের খবর, সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর যে ভাবে বিরোধী রাজনৈতিক দলগুলি শাসকদলকে আক্রমণ করেছে তার জবাব দেওয়া প্রয়োজন বলেও মনে করেছেন শীর্ষ নেতৃত্ব। যে কারণে বিধানসভার অধিবেশনে প্রত্যেকের অংশ নেওয়ার পাশাপাশি দল যে কারও ভুলের দায় বহন করবে না, সেটাও স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে। অপপ্রচারের বিরুদ্ধেও কীভাবে রুখে দাঁড়াতে হবে, সে সবেরই পাঠ দেওয়া হয়েছে এ দিনের বৈঠকে।

আরও পড়ুন: বিজেপি কর্মীদের বাড়ি বুলডোজার পাঠালে কেমন হতো? নবান্ন অভিযানে সরকারি সম্পত্তি ধ্বংস নিয়ে কড়া প্রতিক্রিয়া মহুয়ার

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক