কলকাতা: পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা আসনের উপনির্বাচনে বিরোধীদের ধরাশায়ী করে বড় জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। সিতাই থেকে এক লাখেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের সঙ্গীতা রায়, মাদারিহাটেও বড় ব্যবধানে জয়লাভ করেছেন জয়প্রকাশ টোপ্পো। নৈহাটি আসনেও বড় ব্যবধানে জয়ী হলেন সনৎ দে।
নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনৎ দে ৪৯,২৭৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন মোট ৭৮,৭৭২ ভোট, যেখানে বিজেপি প্রার্থী রূপক মিত্র পেয়েছেন মাত্র ২৯,৪৯৫ ভোট।
মাদারিহাটে তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো ২৮,১৬৮ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৯,১৮৬ ভোট, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল লোহার পেয়েছেন ৫১,০১৮ ভোট।
মেদিনীপুরে ১৭ রাউন্ডের গণনা শেষে তৃণমূল এগিয়ে রয়েছে ৩৩১৯০ ভোটে। এটিই চূড়ান্ত রাউন্ডের গণনা। পোস্টাল ব্যালট বাদে তৃণমূল পেয়েছে ১ লাখ ১৪ হাজার ১৪৬ ভোট। বিজেপি পেয়েছে ৮০ হাজার ৯৫৬ ভোট।
ছয়টি উপনির্বাচনের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জয়ী হলেন হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। তিনি বামসমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজিকে ১ লক্ষ ৩১ হাজার ২৮৪ ভোট ভোটে পরাজিত করলেন।
বড় জয় এসেছে সিতাই আসন থেকে। ১৩ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় এক লাখ ৩০ হাজার ৬৩৬ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন মোট ১,৬৫,৯৮৪ ভোট, যেখানে বিজেপি প্রার্থী দীপককুমার রায় পেয়েছেন মাত্র ৩৫,৩৪৮ ভোট।
বিস্তারিত আসছে…