কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনের মহিলা কর্মীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ওই মহিলা কর্মী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিবৃতি দিয়েছেন রাজ্যপালও। এ দিকে, এই অভিযোগে শুক্রবার রাস্তায় নামল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। চন্দ্রিমা ভট্টাচার্য-সহ এ দিনের মিছিলে ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, স্মিতা বক্সি প্রমুখ।
রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর সরাসরি রাজ্যপালকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর তাই রাজভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজপথে নিয়ে এসে তাঁর বিরুদ্ধে কলকাতা শহরে ধিক্কার মিছিলের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। রাজ্যপালের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আজ, শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত ধিক্কার মিছিল করা হল। তৃণমূল মহিলা কংগ্রেস এই মিছিল করল। যার নেতৃত্ব দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।