সপ্তম দফার ভোটের আগেই ২৩ আসন পেয়ে গেছে তৃণমূল, বড়সড় দাবি অভিষেকের

কলকাতা: সপ্তম দফা ভোটের আগেই বাংলায় ২৩ আসন পেয়ে গেছে তৃণমূল। মঙ্গলবার এই দাবি করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোটগ্রহণ বাকি রয়েছে এখনও।

ইতিমধ্যেই ছয় দফার ভোট হয়ে গিয়েছে। সপ্তম দফায় ভোট নেওয়া হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুরে। 8 জুন ফলাফল।

কেন্দ্রে সরকার পরিবর্তনের দাবি করে অভিষেক বলেন, “৪ জুন কেন্দ্র সরকার পরিবর্তন কেউ আটকাতে পাবে না। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, তৃণমূল নয়, খোদ বিজেপির এক নেত্রীই একথা বলেছেন। যতদিন তৃণমূলের সরকার আছে, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। বাংলার গরিব মানুষের টাকা মোদী সরকার গায়ের জোরে আটকে রেখেছে। দিদি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছেন, মোদী গ্যাসের দাম বাড়িয়ে কেড়ে নিচ্ছেন।”

নিজের লোকসভা আসন ডায়মন্ড হারাবারে দাঁড়িয়ে বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, ‘‘আজ, আমি বলতে চাই, পশ্চিমবঙ্গে গত ছ’দফায় ৩৩টি লোকসভা আসনে ভোট হয়েছে। ৯টি আসন এখনও বাকি আছে। তৃণমূল গত ছ’পর্বেই ২৩টি আসন অতিক্রম করে গিয়েছে। এটা আমার চ্যালেঞ্জ। ৪ জুন আমার দাবি মিলিয়ে নেবেন।’’

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক