ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের ২ পুরসভায় জয় তৃণমূলের

রাজ্যের ১০৮ পুরসভায় নির্বাচন পর্ব শুরুতেই ভোটাভুটির আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের একাধিক পুরসভায় জয় হাসিল করে ফেলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

ভোটদান পর্ব ছাড়াই রাজ্যের দুই পুরসভা বীরভূমের সাঁইথিয়া এবং দক্ষিণ২৪পরগনার বজবজ পুরসভা চলে গেল সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেস এর দখলে। এছাড়াও এখনও পর্যন্ত উত্তর বঙ্গের দিনহাটার ৭টি ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করেছে ঘাসফুল শিবির।

রাজ্যের বুকে এভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের জয় পাওয়াকে লাগাম ছাড়া সন্ত্রাসের ফল হিসেবেই তুলে ধরতে চাইছে বিরোধীরা। যদিও বিরোধীদের সেই সব অভিযোগ উড়িয়ে দিয়ে এই ঘটনাকে আসলে বিরোধীদের ব্যর্থতা হিসেবেই তুলে ধরতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আপাতত বিরোধীদের সব অভিযোগ খারিজ করে দুই পুরসভা জয়ের আনন্দে মেতেছে শাসক শিবির।

বীরভূমের সাঁইথিয়া পুরভায় মোট ১৬টি ওয়ার্ড। লোকসভা নির্বাচনে সাঁইথিয়ায় ব্যাপক জয় পেয়েছিল বিজেপি। গত পুরভোটে শুধুমাত্র ৩টি ওয়ার্ডে জয়ী হয় বিজেপি (BJP)। বাকি আসনে জয়ের হাসি হাসে ঘাসফুল শিবির। সাঁইথিয়ার মতো বজবজ পুরসভাতেও জয়ের হাসি হেসেছে তৃণমূল। বুধবারই ছিল মনোনয়ন পেশের শেষদিন। ২০টির মধ্যে ১২টি ওয়ার্ডে প্রার্থী দিতে পারেননি বিরোধীরা। স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বজবজ পুরসভাতেও জয়ী ঘাসফুল শিবির।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক