প্রথম পাতা খবর হাল ছেড়ো না! তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে টুইট বার্তা মমতার

হাল ছেড়ো না! তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে টুইট বার্তা মমতার

414 views
A+A-
Reset

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে জানিয়েছেন, ছাত্র পরিষদের সকল সদস্যকে অভিনন্দন। তৃণমূল পরিবারের জন্য আপনাদের অবিরাম অবদান অমূল্য। তোমরা আমাদের গর্ব। দেশের জন্য এবং দেশের মানুষের জন্য লড়াই চালিয়ে যাও। কখনও হাল ছেড়ো না।

রবিবার ছুটির দিন থাকায় তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা অনুষ্ঠিত হয়নি। আগামিকাল অর্থাৎ ২৯ আগষ্ট সোমবার গান্ধী মূর্তির পাদদেশে এই সভা হবে। সভায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্যোর বিভিন্ন জেলা থেকে ছাত্র পরিষদের সদস্যরা কলকাতায় হাজির হয়েছেন। তাঁদের জন্য শহরের বেশ কয়েকটি কলেজে থাকার ব্যবস্থা হয়েছে।

রবিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! বিএসএফ-এর হাতে তরুণী ধর্ষণের প্রতিবাদে পথে নামবে তৃণমূল
 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.