গোলাপ, শুভেচ্ছা কার্ড হাতে শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা

কাঁথি: গোলাপ ফুল ও ‘গেট ওয়েল সুন’ লেখা শুভেচ্ছা কার্ড হাতে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে হাজির হন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কর্মীরা। সোমবার রাজ্যের বিরোধী দলনেতার বাড়িতে ঢোকার চেষ্টা করেন তাঁরা।

শুভেন্দুকে কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ গতকাল বলেন, মানসিক ভাবে অসুস্থ বিরোধী দলনেতা। তাই তাঁর সুস্থতা কামনা করে প্রতিদিনই গোলাপ ফুল পাঠানোর কথা ঘোষণা করেন কুণাল।

পর দিনই শাসকদলের ছাত্র সংগঠনের এই কর্মসূচি ঘিরে উত্তাল হল পূর্ব মেদিনীপুরের কাঁথি। মিছিল শুভেন্দুর বাড়ির কাছে আসতেই বাধা দেয় পুলিশ। টিএমসিপির সদস্যরা বিরোধী দলনেতার বাড়িতে ঢুকে গোলাপ ও কার্ড দিতে গেলে পুলিশ বাধা দেয়। শান্তিকুঞ্জের সামনে রাস্তায় বসে পড়ায় টিএমসিপি-র সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

এর পর প্রশাসনের তরফে শুভেন্দুর বাড়িতে গ্রিটিংস কার্ড ও ফুল পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে খবর, যে সময়ে তৃণমূলের কর্মসূচি শুরু হয়, তার কিছু আগেই বাড়ি থেকে বেরিয়ে যান শুভেন্দু। নন্দীগ্রামে তাঁর জনসভা রয়েছে। তবে পরিবারের বাকি সদস্যরা বাড়িতেই ছিলেন।

আরও পড়ুন: আরও ১ ডিগ্রি নামল পারদ, এর মধ্যেই নিম্নচাপের ভ্রুকুটি

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক