ডেস্ক: রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রথম বৈঠকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একথায় ২৪এর লক্ষ্য জমি শক্ত করতেই ঢেলে সাজাছেন দলে সংগঠনকে। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার কথা বলেছিলেন। সেই পথেই এবার অভিষেক একেবারে সামনে।
বিধানসভা নির্বাচনে যখন অনেক নেতা দল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে নেতৃত্ব দিয়েছেন।দলনেত্রীর পাশাপাশি রক্ষণে দাঁড়িয়ে বিপক্ষের ঝাঁজালো আক্রমণ সামলেছেন তিনিও। এবার তাঁকে নিয়েই গান তৃণমূল ছাত্র পরিষদের। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য গানটি লিখেছেন। গায়ক কেশব দে, সুর দিয়েছে বিপুল পাল।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে অভিষেককে ‘বাংলার যুবরাজ’ বলে অভিহিত করা হয়েছে। গানের ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে তাঁর লড়াইকে। বাংলার মানুষ তাঁর উপর কতটা আস্থা রাখে, তাও প্রকাশ করা হয়েছে গানের কথায়। লেখা হয়েছে, “গরিবের ভগবান, নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে/বিপদের দিনে পেয়েছি তোমায় পাশে, দিয়েছ দুহাত বাড়িয়ে।” তাঁকে ‘সবুজ সেনাপতি’ বলেও সম্মান জানানো হয়েছে।
একুশের লড়াইয়ের সুর বেঁধে দিয়েছিল দেবাংশু ভট্টাচার্যের খেলা হবে গান। গোটা রাজ্যে ভোটের স্লোগান হয়ে দাঁড়ায় খেলা হবে স্লোগান। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, সকলের মুখেই শোনা গিয়েছ এই স্লোগান। এখন তো কার্যত গোটা দেশে এই স্লোগানকে হাতিয়ার করেছে তৃণমূল। এবার সেই একইরকম গানে গানে অভিষেকের লড়াইকে তুলে ধরল তৃণমূল ছাত্র পরিষদ।