প্রথম পাতা খবর লক্ষ্য সুন্দরবনের নদীতে কচ্ছপের বংশ বৃদ্ধি, তাই কচ্ছপের পিঠে লাগান হল সেন্সর

লক্ষ্য সুন্দরবনের নদীতে কচ্ছপের বংশ বৃদ্ধি, তাই কচ্ছপের পিঠে লাগান হল সেন্সর

293 views
A+A-
Reset

অনেক কিছুই হারিয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের চারপাশে। জীবকুলের মধ্যেও এমন অনেক প্রাণী রয়েছে, যারা সময়ের সঙ্গে সঙ্গে প্রায় মুছে যাচ্ছে প্রকৃতির বুক থেকে। সুন্দরবন এলাকায় বিরল প্রজাতির কচ্ছপও হল তেমনই এক প্রাণী।

সুন্দরবন উপকূলের বিরল প্রজাতির কচ্ছপ বাটাগুড় বাস্কা। আর এই বাটাগুড় বাস্কার প্রজনন বাড়াতে অভিনব পদ্ধতিতে পিঠের ওপর বসানো হল আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আনা সেন্সর। এই সেন্সর এর মাধম্যে জানা যাবে সমুদ্র জলের লবণতা, গভীরতা ও কোন পরিবেশে থাকতে ভালবাসে এই প্রজাতির কচ্ছপ।

মূলত এই প্রজাতির কচ্ছপদের ওড়িশা ও সুন্দরবন এলাকাতেই বেশি দেখা যায়। মৎস্যজীবিদের জালে ও কিছু চোরা শিকারিদের জন্য এই কচ্ছপ বিলুপ্তির পথে। পরবর্তীতে বনদপ্তর সিদ্ধান্ত নেয় এই কচ্ছপের প্রজনন বাড়ানোর ।

বনদপ্তর সুত্রে খবর, বুধবার বারোটি পূর্ণ বয়স্কসহ ৩৭০টি বাচ্চা বাটাগুড় বাস্কা সুন্দর বনের বিভিন্ন নদীতে ছাড়া হয়। সজনেখালি ম্যানগ্রোভ ইন্টারপ্রেটার সেন্টারে রাখা হয় বাচ্চাগুলি এরপর ছাড়া হয় সুন্দরবনের বিভিন্ন নদীতে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.