কলকাতা: তিথি অনুযায়ী শনিবার শারদোৎসব শেষে বিজয়া। প্রথা মেনে বিজয়া দশমীর বিসর্জন শুরু হবে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে।
এ বছর দশমী তিথি চলবে দিন ধরে। অতএব, দশেরা ১২ অক্টোবর না কি ১৩ তারিখে এই নিয়ে বিভ্রান্তি রয়েছে। দৃক পঞ্চং অনুসারে, বিজয়াদশমী ১২ অক্টোবর শনিবার উদযাপিত হবে।
আজ মূলত বাড়ির দেবী প্রতিমা বিসর্জন হবে। বিসর্জনের জন্য কলকাতার ১৬টি গঙ্গার ঘাটে প্রস্তুতি সম্পন্ন করেছে কলকাতা পুরসভা, পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষ। একসঙ্গে সমন্বয় করে তারা এই বিসর্জন প্রক্রিয়ায় কাজ করবেন।
বারোয়ারি পুজোগুলোর বিসর্জন শুরু হবে রবিবার থেকে, এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। তার আগে পর্যন্ত দর্শনার্থীদের জন্য কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ এখনও খোলা থাকবে, যাতে উৎসবের শেষ মুহূর্ত উপভোগ করা যায়।