Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ মহাসপ্তমী, কলা বৌ স্নান করিয়ে পুজো শুরু - NewsOnly24

আজ মহাসপ্তমী, কলা বৌ স্নান করিয়ে পুজো শুরু

ডেস্ক: আজ সপ্তমী। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু সপ্তমীর পুজো। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারের দুর্গার বাপের বাড়িতে আসার দিন। করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই মণ্ডপে মণ্ডপে দেবীর আবাহন হবে বলে আশ্বাস উদ্যোক্তাদের।  সকাল থেকেই ঠাকুর দেখার ভিড়৷ নতুন জামাকাপড়৷ নতুন জুতো ৷ সাবেকিয়ানা থেকে থিম, উত্‍সবের রোশনাই ছড়িয়ে আছে বাংলা জুড়ে।  

আরও পড়ুন: অষ্টমী-নবমীতে বৃষ্টির আশঙ্কা!


কলাবউকে সাধারণত গণেশের বউ বলা হয়। তা কিন্তু নয়। কলাবউ দুর্গারই এক রূপ, সেই হিসেবে কলাবউ গণেশের মাতৃস্থানীয়া। কলাবউ আসলে ন’টি উদ্ভিদের এক গুচ্ছ। এতে থাকে কলাগাছ, কচু বা কালকচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী গাছ, বেল, ডালিম, অশোক, মানকচুগাছ, ধানগাছ। এই ন’টি উদ্ভিদ শ্বেত অপরাজিতা লতা ও লাল সুতো দিয়ে পরস্পর বাঁধা থাকে। কলাগাছটিই আকারে-আকৃতিতে বড় থাকে বলে পুরো ব্যাপারটিকে ‘কলাবউ’ বলে আখ্যা দেওয়া হয়। প্রসঙ্গত, প্রতিটি উদ্ভিদই বিভিন্ন দেবীর প্রতীক।

Related posts

নিম্নচাপ-ঘূর্ণাবর্তে শীতে ভাটা, কলকাতায় সামান্য কমল তাপমাত্রা

দুবাই এয়ার শো-তে তেজস ভেঙে মৃত্যু ভারতীয় পাইলট নমনশ স্যায়ালের, শোকস্তব্ধ হিমাচল

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ