কলকাতা: আজ (২৩ জানুয়ারি) ভারতের স্বাধীনতা সংগ্রামের পুরোধাপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিবস। ১৮৯৭ সালের আজকের দিনের ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন অখণ্ড ভারতের মুক্তিদাতা।
দেশবাসীর অমর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে। ২৩ জানুয়ারি দিনটি ভারতে পরাক্রম দিবস বা ‘বীরত্বের দিন’ হিসাবে পালিত হয়। এই দিনটি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের একটি সরকারি ছুটির দিন।
নেতাজীর আপোসহীন সংগ্রাম, বিরল দেশপ্রেম ও অসাধারণ রাজনৈতিক, কুটনৈতিক ও সামরিক প্রজ্ঞা ঔপনিবেশিক ভারতে তো বটেই সমকালীন সমাজেও এক চিরপ্রেরণার উৎস। বাঙালি তথা ভারতবর্ষের চিরকালের গৌরব এই মহান স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন গোটা ভারতে নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে।
ভারতের স্বাধীনতা সংগ্রামে যার অবদান অনস্বীকার্য। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশের আট থেকে আশি তাঁকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণপ্রণ লড়েছিলেন ভারতমাতার এই বীর সন্তান।