প্রথম পাতা খবর আজ রামনবমী, কলকাতায় নিরাপত্তায় ড্রোন, সিসিটিভি ও ভিডিয়োগ্রাফি

আজ রামনবমী, কলকাতায় নিরাপত্তায় ড্রোন, সিসিটিভি ও ভিডিয়োগ্রাফি

259 views
A+A-
Reset

আজ রামনবমী। কলকাতায় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকছে প্রায় ৩,৫০০-৪,০০০ পুলিশকর্মী। রাজ্যজুড়ে বিশেষ দায়িত্বে থাকবেন ২৯ জন আইপিএস আধিকারিক। বড় মিছিলে উপস্থিত থাকবেন ডিসি, যুগ্ম পুলিশ কমিশনার সহ পদস্থ অফিসারেরা। প্রতিটি মিছিলের রুটে থাকবে পিকেটিং, নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন, সিসিটিভি ও ভিডিয়োগ্রাফি।

বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের পাশাপাশি রামনবমীতে তৃণমূলও মিছিল করছে। কলকাতার বাইরে আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও রয়েছে তৃণমূলের আয়োজন। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, অস্ত্র হাতে মিছিল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, ‘সিস্টেম’ মেনে মিছিল করা যেতেই পারে।

কলকাতা পুলিশের কুইক রেসপন্স টিম থাকবে প্রস্তুত। বড় মিছিলের জন্য হেস্টিংস, এন্টালি, কাশীপুর এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা থাকছে। গত বছর যেমন ৬০টির মতো মিছিল হয়েছিল, এ বারও সংখ্যা সেই একই থাকছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার লালবাজারে বৈঠক করেন পুলিশ কমিশনার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.