আজ দ্বিতীয় দিন, কাল বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য

কলকাতা: আজ, মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। সোমবার রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়েছিল।

আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মরণে বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। একইসঙ্গে সদ্যপ্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ-সহ অন্যান্য বিশিষ্টজনদের স্মৃতিতে শোকপ্রস্তাব পাঠ করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর দিনের অধিবেশন মুলতুবি করা হবে।

আগামীকাল, বুধবার রাজ্যের বাজেট পেশ করা হবে। বিকেলে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করবেন। তার আগে মুখ্যমন্ত্রীর কক্ষে মন্ত্রিসভার বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদিত হবে। বাজেট অধিবেশনে রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা ও বিভিন্ন নীতি সংক্রান্ত দিক উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক