ডেস্ক: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু মা দুর্গার বোধনের প্রস্তুতি। ব্যস্ততা পুজো কমিটিগুলির মধ্যে। একইরকম ব্যস্ততা বাড়ির পুজোগুলিতেও।বোধনের পর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ করোনা পরস্থিতিতে এবারেও সমস্তরকম নিয়মবিধি মেনেই আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর। সকাল থেকেই ঠাকুর দেখার ভিড়৷ এদিনও চিরাচরিত প্রথা মেনেই দেবীর পুজোর আয়োজন করা হচ্ছে। তবে এবার অবশ্য রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। অষ্টমী থেকে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের সিতাই, মৃত ২ তৃণমূলকর্মী
ষষ্ঠীর সকালে শরতের আকাশে মেঘ-রোদের লুকোচুরি। কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। শহরজুড়ে মহোত্সবের আবহ৷ উত্তর, দক্ষিণ, সব জায়গাতেই এক ছবি৷ ষষ্ঠীর সকাল থেকেই ঠাকুর দেখার ভিড়৷ নতুন জামাকাপড়৷ নতুন জুতো৷ হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়া৷ উত্সবের আনন্দে ভাসছে শহর। থিম, সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে-মিশে উদযাপনের রঙ৷ বাঙালির সেরা উৎসব।