প্রথম পাতা খবর আজ মহাষষ্ঠী শহর জুড়ে মহোৎসব, ঘোষিত হল কলকাতাশ্রী পুরস্কার

আজ মহাষষ্ঠী শহর জুড়ে মহোৎসব, ঘোষিত হল কলকাতাশ্রী পুরস্কার

360 views
A+A-
Reset

ডেস্ক: আজ মহাষষ্ঠী শহর জুড়ে মহোৎসব। কলকাতার পাশাপাশি  জেলাগুলিও মেতে উঠে পুজোর আনন্দে। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। থিম, সাবেকিয়ানা মিলেমিশে উদযাপনের রঙ। ষষ্ঠীর সন্ধ্যায় কলকাতাশ্রী প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এবং দেবাশীষ কুমার।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ৩৬ টি পুজো পেয়েছে ‘সেরার সেরা’ সম্মান। সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা সাবেকি, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা পরিবেশবান্ধব, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং, অন্য ভাবনা, সেরা কোভিড-১৯ সচেতনতা (স্বাস্থ্যবিধি), সেরা কোভিড যোদ্ধার সম্মান দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কয়লা কাণ্ডে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে না রুজিরা বন্দ্যোপাধ্যায়কে


সুরুচি সংঘ২ টালা প্রত্যয়৩ নাকতলা উদয়ন সংঘ৪ বেলেঘাটা ৩৩ পল্লী পেল সেরার সেরা সমাজকল্যাণ পুজো। সেরা পরিবেশ পেল ভবানীপুর দুর্গোৎসব২ অজয় সংহতি3 ২৫ পল্লী খিদিরপুর৪ প্রিয়নাথ মল্লিক রোড। সেরা সাংগঠনিক পুজো, বেহালা নতুন দল২ ভবানীপুর ৭৫ পল্লী৩ অবসর সর্বজনীন৪ সমাজসেবী সংঘ।
সেরা সমাজসচেতন পুজো হল হিন্দুস্থান পার্ক২ কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট৩ বালিগঞ্জ কালচারাল। বিজয়ী কমিটি ৫০ হাজার টাকা করে পুরস্কার পায়। পুজো কমিটিগুলোকে পুরস্কৃত করার মূল্য দেয় সিইএসসি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.