মালদার কলিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত তিনের শিশু

মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর। এই ঘটনায় মারা গিয়েছে একটি গবাদি পশুও। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে কালিয়াচক থানার অন্তর্গত যদুপুর নয়াগ্রামে। শিশুটি রান্না ঘরের সামনে খেলতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। শনিবার সকালের ঘটনায় এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কালিয়াচক থানার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়াগ্রামে হাবিবুর শেখের। পেশায় দিনমজুর ওই ব্যক্তির বাড়িতেই এদিন সকালে ঘটে বিস্ফোরণ।

জানা যাচ্ছে, বিস্ফোরণের কারণে উড়ে গিয়েছে বাড়ির ছাদ। ফাটল ধরেছে বাড়ির দেওয়ালে। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বাড়িটি। আশেপাশের একাধিক বাড়ির দেওয়ালেও ফাটল দেখা দেয় বলে অভিযোগ স্থানীয়দের। এভাবে একটি শিশুর মৃত্যুতে এলাকায় দেখা দেয় শোকের ছায়া। মৃত শিশুর নাম তাবরেজ শেখ, বয়স মাত্রই তিন বছর। পরিবারে রয়েছে বাবা হাবিবুর সেখ ও মা চাঁদনি বিবি। তাবেরেজরা দুই ভাই। তাবরেজ পরিবারে বড়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরালো ছিল যে বাড়ির ছাদ পর্যন্ত উড়ে যায়। বাড়ির একাধিক দেওয়ালেও ফাটল দেখা গিয়েছে। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি। আশেপাশের একাধিক বাড়ির দেওয়ালেও ফাটল দেখা দেয় বলে অভিযোগ স্থানীয়দের। এইভাবে একরত্তি শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। পরিবারের দাবি, রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানেই খেলা করছিল তিন বছরের শিশু তাবিরেজ। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করে। সংসারের একরত্তিকে হারিয়ে শোকের ছায়া পরিবারে। মৃতের পিসি মুনজেরিনা খাতুন জানাচ্ছেন, রান্নাঘরে তাঁর সঙ্গে তাবিরেজও ছিল। তিনি খানিকক্ষণের জন্য সেখান থেকে সরলেই এই কাণ্ড ঘটে যায়। গুরুতর জখম অবস্থাতেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সে আর ফিরল না।

তবে গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ হয়েছে নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গ্রামবাসীদের অনেকের দাবি, সিলিন্ডার নয়, বোমা ফেটে বিস্ফোরণটি হয়েছে। তেমনটা হয়ে থাকলে, বাড়িতে কোথা থেকে বোমা এল, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন