বৃহস্পতিবার থেকে আবারও টোকেন চালু হচ্ছে কলকাতা মেট্রোয়

ডেস্ক: কোভিড মহামারির জেরে ২০২০ সালে বন্ধ হয়ে যায় মেট্রো রেলে টোকেন ব্যবহার। স্মার্টকার্ডে চলছিল যাত্রী পরিবহণ। রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখে এ বার সিদ্ধান্ত নেওয়া হল, বৃহস্পতিবার থেকে টোকেন ব্যবহার করা যাবে মেট্রোয়।

সোমবার বিজ্ঞপ্তি জারি করে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার জন্য পুনরায় টোকেন চালু করছে মেট্রো। আগামী বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে মেট্রোয় পুনরায় টোকেন চালু করা হবে। আগে যেমন ভাবে স্টেশনে টোকেন দেওয়া হতো তেমন ভাবেই টোকেন দেওয়া হবে। এমনকী, অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকেও টোকেন কেনা যাবে।

করোনা সংক্রমণের কারণে গত বছরের ২৩ মার্চ থেকে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। ওই বছরেরই ১৪ সেপ্টেম্বর থেকে তা চালু হলেও টোকেন বন্ধ হয়ে যায়। পুনরায় টোকেন চালু হওয়ার ফলে অসংখ্য যাত্রী উপকৃত হবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দিল্লি যাচ্ছেন মমতা, সাক্ষাতের সময় দিলেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, সংক্রমণ মোকাবিলায় এখনও মেট্রো রেলে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি মানার কথা বারবার বলা হচ্ছে। করোনাকালে শুধু স্মার্ট কার্ডেই ছিল যাতায়াত। এত দিন স্মার্ট কার্ড চালু থাকতেই মেট্রোতে ভিড় হচ্ছিল দেখার মতোই। এ বার টোকেন ফিরলে সেই ভিড় আরও বাড়বে বলেই ধরে নেওয়া যায়।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে