মৃতের সংখ্যা বেড়ে ২৮০! ওড়িশা রেল দুর্ঘটনায় অব্যাহত উদ্ধারকাজ, দেখুন ভিডিয়োয়

ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে ক্রমশ। শনিবার বেলা ১২টা নাগাদ জানা যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮০। ঘটনাস্থলে রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখনও অব্যাহত উদ্ধারকাজ। উল্টে যাওয়া কামরার নীচে এখনও আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী।

ইতিমধ্যেই মৃতদের আত্মীয়দের জন্য ১০ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম আহতরা ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন।

শুক্রবার সন্ধ্যায় ওড়িশায় দুর্ঘটনার কবলে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। যশবন্তপুর এক্সপ্রেসের উল্টে যাওয়া কোচে এখনও অনেক যাত্রী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং সেনা আধিকারিকরা মৃতদেহগুলিকে বের করার চেষ্টা চালাচ্ছেন।

ঘটনাস্থলে দেখা যায়, সব কিছু লন্ডভন্ড। ট্রেনের একটা কামরার উপরে উঠে গিয়েছে আরেকটা কামরা। কোনোটা উল্টে গিয়েছে। তাদের চাকাগুলো উপরের দিকে। কয়েকটা পাশের নয়ানজুলিতে পড়ে। মালগাড়ির উপরে উঠে পড়েছে আস্ত একটা ইঞ্জিন। যেন উড়ে গিয়ে ঘাড়ের উপর চড়ে বসেছে! রেলের লাইন বলতে কিছুই নেই। সিমেন্টের স্লিপারগুলি ভেঙেচুরে, লোহার রড বেরিয়ে একেবারে কঙ্কালসার। উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস