রাজ্যবাসীর জন্য সুখবর, হাবড়া থেকে চালু ৪ দূরপাল্লার রুটের বাস

ওয়েবডেস্ক : শনিবার থেকে রাজ্যে চারটি দূরপাল্লা রুটে শুরু হল সরকারি বাস পরিষেবা। আরও একটি রুটে বেসরকারি সংস্থার বাস চলবে।

এ দিন হাবড়া থেকে পুরুলিয়া, বিষ্ণুপুর, হলদিয়া, তারাপীঠগামী বাস পরিষেবার উদ্বোধন হল। এছাড়া, বুরুল-সাঁতরাগাছি রুটে বাস চলাচল শুরু হয়েছে। যদিও এই বাসরুটটিতে বেসরকারি সংস্থার বাস চলবে।

প্রতিদিনই এই রুটে বাসগুলি চলাচল করবে। হাবড়া থেকে বিষ্ণুপুরগামী বাসটি ছাড়বে ভোর ৪ টে ৫০ মিনিটে। তারাপীঠগামী বাসটি ছাড়বে ভোর সাড়ে চারটে।

আরও পড়ুন : ভোটের মুখে তৃণমূলের নতুন স্লোগান, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’

পুরুলিয়া এবং হলদিয়াগামী বাসগুলি ছাড়বে যথাক্রমে সকাল ৫টা ২৫ মিনিট এবং সকাল ৬টা ১০ মিনিটে। বাসগুলির ভাড়াও একেবারে সাধ্যের মধ্যে। বিষ্ণুপুরগামী বাসের ভাড়া রাখা হয়েছে ১৪১ টাকা।

তারাপীঠগামী বাসের ভাড়া ১৯২ টাকা, পুরুলিয়াগামী বাসের ভাড়া ২৩৪ টাকা এবং হলদিয়াগামী বাসের ভাড়া রাখা হয়েছে ১২৫ টাকা।

এই পরিষেবা চালু হওয়ায় পর্যটকদের পাশাপাশি উপকৃত হবেন ব্যবসায়ীরাও। যাঁরা কাজের জন্য মাঝেমধ্যে ভিন জেলায় যান, তাঁদের অনেক সময় বাস ধরতে কলকাতায় ছুটতে হত তাঁদের। কিংবা ট্রেন বদল করতে হত। এবার সেই ঝঞ্ঝাট থেকে রেহাই পাবেন তাঁরা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক