রাজ্যে টোটো নথিভুক্তকরণ নিয়ে আপাতত ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করতে চলেছে পরিবহণ দফতর। এক দফায় টোটো নথিভুক্তকরণের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর পর ফের ওই সময়সীমা আরও দীর্ঘ মেয়াদে বাড়ানো হতে পারে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। বিষয়টি নিয়ে দফতরের অন্দরেই আলোচনা চলছে বলে জানা গিয়েছে।
পরিবহণ দফতরের আধিকারিকদের একাংশের মতে, একসঙ্গে কঠোর সিদ্ধান্ত নিলে রাজ্যের বহু মানুষের জীবিকা প্রভাবিত হতে পারে। সেই কারণেই আপাতত নথিভুক্তকরণ প্রক্রিয়ায় নমনীয় মনোভাব নেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার। নথিভুক্তকরণ সংক্রান্ত নিয়ম মেনে ধাপে ধাপে বিষয়টি কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে।
এই প্রসঙ্গে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী স্পষ্ট করে জানিয়েছেন, টোটোর সঙ্গে গরিব সাধারণ মানুষের জীবিকার প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তিনি বলেন, “টোটো চালিয়ে বহু মানুষ রুজি-রোজগার করেন। তাই এ নিয়ে জোরাজুরি করে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে তাঁদের জীবিকার ক্ষতি হয়।”
রাজ্য সরকারের এই অবস্থানের ফলে আপাতত স্বস্তিতে টোটোচালকরা। তবে নথিভুক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হচ্ছে না বলেই ইঙ্গিত দিয়েছে দফতর। পরিবহণ দফতরের লক্ষ্য, নিয়মের মধ্যে থেকেই টোটো চলাচল নিশ্চিত করা, পাশাপাশি সাধারণ মানুষের রুজি-রোজগার রক্ষা করা।
সব মিলিয়ে, টোটো নথিভুক্তকরণ নিয়ে রাজ্যের এই নমনীয় অবস্থান আগামী দিনে কী রূপ নেয়, সে দিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহল ও টোটোচালকদের।
সূত্র: আনন্দবাজার