সোমবার ভোরে পুরী থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার কলাবনির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে পর্যটকদের বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি একটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারলে চালক, খালাসিসহ কয়েকজন আহত হন।
জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে উদ্ধার করে।
১৮ মার্চ পশ্চিম বর্ধমান থেকে ৬৫ জন যাত্রী নিয়ে বাসটি পুরী গিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। যাত্রীদের দাবি, পুলিশ পিকআপ ভ্যানটিকে টর্চ মেরে দাঁড় করিয়ে দিলে বাসটি ধাক্কা মারে। তবে পুলিশের অনুমান, দৃশ্যমানতা কম থাকায় বা চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটতে পারে।
প্রসঙ্গত, এর আগেও ৫ মার্চ পশ্চিম বর্ধমানের একটি পর্যটক বাস পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে দুর্ঘটনার শিকার হয়েছিল।