পুরী থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরে দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস

সোমবার ভোরে পুরী থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার কলাবনির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে পর্যটকদের বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি একটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারলে চালক, খালাসিসহ কয়েকজন আহত হন।

জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে উদ্ধার করে।

১৮ মার্চ পশ্চিম বর্ধমান থেকে ৬৫ জন যাত্রী নিয়ে বাসটি পুরী গিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। যাত্রীদের দাবি, পুলিশ পিকআপ ভ্যানটিকে টর্চ মেরে দাঁড় করিয়ে দিলে বাসটি ধাক্কা মারে। তবে পুলিশের অনুমান, দৃশ্যমানতা কম থাকায় বা চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটতে পারে।

প্রসঙ্গত, এর আগেও ৫ মার্চ পশ্চিম বর্ধমানের একটি পর্যটক বাস পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে দুর্ঘটনার শিকার হয়েছিল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক