ধর্মঘটের দিন গাঙ্গুলিবাগানে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা বাম সমর্থকদের

কলকাতা: নতুন শ্রম কোড বাতিল, দৈনিক ৬০০ টাকা মজুরি ও ন্যূনতম মাসিক বেতন ২৬,০০০ টাকার দাবিতে বুধবার দেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। কলকাতার বিভিন্ন এলাকায় বন্‌ধকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা, দেখা দেয় বিক্ষিপ্ত অশান্তি।

যাদবপুর, লেকটাউন ও গাঙ্গুলিবাগান এলাকায় বন্‌ধের যথেষ্ট প্রভাব পড়ে। যাদবপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ধর্মঘটীরা। লেকটাউনে পথ অবরোধের চেষ্টা করা হলে পুলিশ হস্তক্ষেপ করে।

সবচেয়ে বড় উত্তেজনা তৈরি হয় গাঙ্গুলিবাগান মোড়ে। সেখানে বামনেতা ও এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে একটি মিছিল পৌঁছলে পুলিশ বাধা দেয়। অভিযোগ, বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালানোর চেষ্টা করছিলেন, পুলিশ তাতে বাধা দিলে শুরু হয় বচসা ও পরে ধস্তাধস্তি। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

বামকর্মীদের দাবি, ধস্তাধস্তিতে আহত হন সৃজন ভট্টাচার্য ও একাধিক মহিলা কর্মী-সমর্থক। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন