বেহালার একাধিক রাস্তায় ৯০ দিনের জন্য যান নিয়ন্ত্রণ, রুট পরিবর্তন বাস ও ছোট গাড়ির

বেহালায় ভূগর্ভস্থ নিকাশি পাইপ বসানোর কাজ শুরু হচ্ছে। সেই কারণে ৯০ দিনের জন্য আংশিক বন্ধ থাকবে একাধিক রাস্তা। সোমবার কলকাতা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে।

এম এল গুপ্ত রোডের বিভিন্ন অংশে পাইপ বসানো হবে—ভুবন মোহন রায় রোড জংশন, সোদপুর ফার্স্ট লেন সংলগ্ন এলাকা, সোদপুর ব্রিকফিল্ড রোড সংযোগস্থল, হেমচন্দ্র মুখার্জি রোড এবং কালীপদ মুখার্জি রোড জংশন। এই রাস্তাগুলিতে ভারী যান, বাস ও ছোট গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে।

এর ফলে রুট পরিবর্তন হবে S31, AC31, 21, SD 4/1 এবং সরদা পার্ক–আনন্দপুর মিনি বাসের। শখের বাজার ক্রসিংয়ে যাওয়ার পথে বাস ও ভারী যানবাহন মুচিপাড়া ক্রসিং থেকে রাজা রামমোহন রায় রোড, চৌরাস্তা বা জেমস লং সরণি, তারপর বিরেন রায় রোড ধরে শখের বাজার যাবে। চৌরাস্তা থেকে বাঁ দিকে ঘুরে গন্তব্যে পৌঁছবে।

ফেরার সময় ছোট গাড়িগুলিকেও বিকল্প পথে ফিরতে হবে। সন্তোষ রায় রোড, শখের বাজার, জেমস লং সরণি, রাজা রামমোহন রায় রোড হয়ে মুচিপাড়া ক্রসিং দিয়ে যেতে হবে। এই নির্দেশিকা ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং আগামী ৯০ দিন পর্যন্ত বলবৎ থাকবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক