দ্বিতীয় হুগলি সেতুতে মর্মান্তিক দুর্ঘটনা, পিছন থেকে লরির ধাক্কায় মৃত স্কুটি আরোহী

শুক্রবার দ্বিতীয় হুগলি সেতুর উপর একটি লরি পিছন থেকে ধাক্কা মারে একটি স্কুটিকে। ধাক্কার ফলে স্কুটির দুই আরোহী ছিটকে সেতুর রাস্তায় পড়ে যান। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় স্কুটির পিছনে বসা আরোহীর। গুরুতর আহত হন স্কুটি চালক।

মৃত ব্যক্তি মনোজ সাউ, বয়স ৪০। তিনি হাওড়ার বনবিহারী বোস রোড এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মনোজ সাউ এবং তাঁর ভাই অমরনাথ সাউ স্কুটিতে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন সকালে। অমরনাথের শ্বশুর কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন, যিনি বৃহস্পতিবার রাতে মারা যান। শুক্রবার সকালে শ্বশুরের মৃতদেহ শববাহী গাড়িতে নিয়ে ফিরছিলেন অমরনাথ, আর স্কুটিতে ছিলেন তিনি ও মনোজ।

সেতুর উপর তাঁদের স্কুটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি লরি। দুর্ঘটনায় স্কুটির পিছনে বসা মনোজ সাউ লরির চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। সামান্য আঘাত পান স্কুটি চালক অমরনাথ। মনোজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লরিটি অত্যন্ত দ্রুতগতিতে এবং বেপরোয়া ভাবে চলছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরিটিকে চিহ্নিত করেছে পুলিশ। ঘাতক লরি এবং চালকের সন্ধানে তল্লাশি চলছে।

এই দুর্ঘটনার পর সাউ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দোষী লরি চালকের কঠোর শাস্তির দাবি করেছেন।

পথ নিরাপত্তা নিয়ে প্রশাসন ও পুলিশের নানা প্রচেষ্টা থাকলেও, বেপরোয়া গাড়ি চালানো এখনও বড় সমস্যা হয়ে রয়েছে।

Related posts

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

দেশের ৬ মেট্রো শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম পথদুর্ঘটনা, তথ্য কলকাতা পুলিশের রিপোর্টে

চেতলা অগ্রণীর পুজোয় অগ্নিকাণ্ড, বন্ধ দর্শনার্থীদের প্রবেশ