দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, স্করপিও-লরি মুখোমুখি ধাক্কায় মৃত ৪

শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদার ৬০ নম্বর জাতীয় সড়কের রানি সরাই এলাকায় স্করপিও ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চার জনের। প্রত্যেকেই স্করপিও গাড়ির আরোহী ছিলেন বলে জানা গিয়েছে।

আসানসোল থেকে খড়গপুর হয়ে দিঘার দিকে যাচ্ছিল স্করপিওটি। সকাল ৬টা নাগাদ রানি সরাইয়ের কাছে গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উলটো লেনে ঢুকে পড়ে। সেই সময় সামনে থেকে আসা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই চার আরোহীর মৃত্যু হয়। পুলিশ এসে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করে। মৃতদেহ পাঠানো হয়েছে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনার জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে।

পুলিশ স্করপিও ও লরিটি বাজেয়াপ্ত করেছে। তবে লরির চালকের খোঁজ এখনও মেলেনি। গাড়ির অতিরিক্ত গতি না মদ্যপান— ঠিক কী কারণে দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Related posts

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

দেশের ৬ মেট্রো শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম পথদুর্ঘটনা, তথ্য কলকাতা পুলিশের রিপোর্টে

চেতলা অগ্রণীর পুজোয় অগ্নিকাণ্ড, বন্ধ দর্শনার্থীদের প্রবেশ