ট্রেনে আগুন আতঙ্ক ছড়াতেই মরণঝাঁপ, ৪ জনকে পিষে দিল পাশের ট্রাকে আসা ট্রেন

রাঁচি: হঠাৎ খবর ছড়িয়ে পড়ে ট্রেনের পেছনের কামরায় আগুন লেগেছে। বেশ কয়েকজন যাত্রী প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। তাঁরা বুঝতে পারেননি যে পাশের ট্রাকে ট্রেন আসছে। ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় যাত্রীরা পিষ্ট হন।

ঝাড়খণ্ডের কুমান্দি স্টেশনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মৃত্যু হয় ৪ যাত্রীর। আহত হয়েছেন আরও ৩ জন।

জানা গিয়েছে, শুক্রবার রাঁচি-সাসারাম ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রাত ৮টার দিকে, ট্রেনটি হেহেগাদা এবং কুমান্দি স্টেশনের মধ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হঠাৎ আগুন লাগা নিয়ে হইচই পড়ে যায়। যাত্রীরা জিজ্ঞেস করতেই কেউ কেউ বলে ট্রেনের একটা বগিতে আগুন লেগেছে। এরপর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাণ বাঁচাতে ট্রেন থেকে লাফ দেন কয়েকজন যাত্রী। আরও সেই সময়েই  পাশের ট্রাক দিয়ে একটি মালগাড়ি আসছিল। সেই মালগাড়ি এসে ধাক্কা মারে ওই যাত্রীদের। ট্রেনের ধাক্কায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে