সকাল সকাল ট্রেন অবরোধ অশোকনগরে, যাত্রী দুর্ভোগ

কলকাতা: বনগাঁ-শিয়ালদহ লাইনে ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার প্রতিবাদে অশোকনগর স্টেশনে শুক্রবার সকালে ট্রেন অবরোধ । এর ফলে ব্যস্ত সময়ে আপ ও ডাউন লাইনে একাধিক ট্রেন আটকে পড়েছে। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এই অবরোধের জেরে বনগাঁ-শিয়ালদহ লাইনের বহু যাত্রীকে কর্মস্থলে পৌঁছতে সমস্যার সম্মুখীন হতে হয়।

অবরোধকারীদের অভিযোগ, বনগাঁ থেকে ছাড়া মাঝেরহাট লোকাল অধিকাংশ দিন মাঝেরহাট স্টেশন পর্যন্ত পৌঁছায় না। অনেক সময় বারাসাত অথবা কলকাতা স্টেশনে ট্রেনটি থেমে যায়। নিত্যযাত্রীদের দাবি, এই যাত্রাপথ সংক্ষিপ্ত করার ফলে প্রতিদিন তাদের যাতায়াতে সমস্যা হচ্ছে। সেই সমস্যারই প্রতিবাদে আজ সকাল থেকে অবরোধে নেমেছেন তারা।

সকাল সাড়ে ৭টায় ডাউন মাঝেরহাট লোকাল ট্রেন অশোকনগর স্টেশনে প্রবেশ করতেই অবরোধ শুরু হয়। নিত্যযাত্রীদের একাংশ এই অবরোধের বিরোধিতা করেন এবং অবরোধকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। নিত্যযাত্রীদের অভিযোগ, তাদের ট্রেনে ওঠায় বাধা দেওয়া হচ্ছে এবং এর ফলে ট্রেন পরিষেবা প্রায় বন্ধ অবস্থায় রয়েছে।

ব্যস্ত সময়ে ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে, এবং কর্মস্থলে যেতে বেরিয়ে অনেকেই বিপাকে পড়েছেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক