Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
২০ ও ২১ জুলাই বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দেখুন তালিকা - NewsOnly24

২০ ও ২১ জুলাই বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দেখুন তালিকা

কলকাতা: আগামী শনি ও রবিবার (২০ ও ২১ জুলাই) শিয়ালদহ শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। লাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য। পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে।

পূর্ব রেলে কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার (২০ জুলাই) বাতিল থাকবে- ডাউন কল্যাণী-সীমান্ত (৩১১৯২). আপ নৈহাটি-ব্যান্ডেল (৩৭৫৫৭/ ডিএন ৩৭৫৫৮), আপ শিয়ালদহ–শান্তিপুর (৩১৫৪১/ ডিএন৩১৫৪০) এবং আপ শিয়ালদহ–রানাঘাট(৩১৬৩১/ ডিএন ৩১৬৩৬) লোকাল ট্রেন।

এরপর রবিবার (২১ জুলাই) বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। এগুলি হল নৈহাটি-ব্যান্ডেল: আপ ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫২৫, ৩৭৫২৭ এবং নৈহাটি-ব্যান্ডেল: ডাউন ৩৭৫২২, ৩৭৫২৪, ৩৭৫২৬ এবং ৩৭৫২৮। এছাড়াও শিয়ালদহ–কৃষ্ণনগর: আপ ৩১৮১১, ৩১৮১৩ / ডাউন ৩১৮১২, ৩১৮১৪, শিয়ালদহ–শান্তিপুর: আপ ৩১৫১১, ৩১৫১৩ / ডাউন ৩১৫১৪, ৩১৫১৬, শিয়ালদহ–রানাঘাট: আপ ৩১৬১১ / ডাউন ৩১৬১৪, নৈহাটি- কল্যাণী সীমান্ত: আপ ৩১১৯১, শিয়ালদহ–কল্যাণী: আপ ৩১৩১১, ৩১৩১৩ / ডাউন ৩১৩১৪, ৩১৩১৬ এবং রানাঘাট–নৈহাটি: আপ ৩১৭১১ /ডাউন ৩১৭১২।

রেলের তরফে আরও জানানো হয়েছে, ২০ জুলাই ৩১৩৪১ শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের বদলে নৈহাটি স্টেশনে শেষ হবে। অন্যদিকে ২১ জুলাই রবিবার ৩১৩১২ কল্যাণী সীমান্ত–শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্ত স্টেশনের বদলে নৈহাটি থেকে ছাড়বে।

পাশাপাশি দূরপাল্লার ট্রেনের সূচি এবং যাত্রাপথেও কিছু পরিবর্তন করা হয়েছে। রবিবার বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস, যোগবাণী–কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর–কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, মালদা টাউন–শিয়ালদহ গৌড় এক্সপ্রেস, জয়নগর–শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে। তিস্তা তোর্সা এক্সপ্রেস–সহ একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের পরে শিয়ালদহ এবং অন্য স্টেশন থেকে ছাড়বে।

Related posts

৬ ডিসেম্বর সংহতি দিবসকে সামনে রেখে ধর্মতলায় বৃহত্তর সমাবেশ করবে তৃণমূল, উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস

রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ বজায়, ২২ তারিখের পর বৃষ্টির সম্ভাবনা