প্রথম পাতা খবর মদ্যপ অবস্থায় ট্রেন চালানোর অভিযোগ, নতুন চালক এসে নিয়ে গেল ট্রেন

মদ্যপ অবস্থায় ট্রেন চালানোর অভিযোগ, নতুন চালক এসে নিয়ে গেল ট্রেন

321 views
A+A-
Reset

এ বার মদ্যপ অবস্থায় ট্রেন চালানোর অভিযোগ। রেলচালকের ‘কীর্তি’তে অন্তত ৪০ মিনিট মাঝ রাস্তায় দাঁড়িয়ে রইল ট্রেন। নিরুপায় অবস্থায় বসে রইলেন যাত্রীরা। পরে নতুন চালক এসে ট্রেনটিকে হাওড়ার দিকে নিয়ে যায়।

মঙ্গলবার রাত্রে ঘটনাটি ঘটেছে রামপুরহাট স্টেশন এর কাছে হাওড়া জয়নগর এক্সপ্রেসে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র স্বীকার করে নেন যে ট্রেনটি গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে বিলম্বিত গতিতেই চলছিল। তবে যাত্রীরা সকলে সুরক্ষিত।

যাত্রীদের দাবি, হাওড়া জয়নগর ট্রেনটি রামপুরহাট স্টেশনের মার্শাল ইয়ার্ডের কাছে হঠাৎই দাঁড়িয়ে যায় ঝাঁকুনি দিয়ে। স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে যান যাত্রীরা। এর পরই দেখা যায় সিগন্যাল ছেড়ে বেরিয়ে গিয়েও ফের পিছিয়ে ফিরে আসে ট্রেন। এমন ঘটনায় ট্রেনের ভিতর যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

এহেন পরিস্থিতিতে প্রায় ৪০ মিনিট পরে নতুন চালক এসে আপ ট্রেনটিকে গন্তব্যের দিকে নিয়ে যান। পাশাপাশি ট্রেনের আগের দুই চালককে রামপুরহাট স্টেশনে নামিয়ে নেওয়া হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.