Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অন্ধ্রপ্রদেশে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসে আগুন, ১৫৭ যাত্রীকে নিরাপদে সরানো গেলেও মৃত ১ - NewsOnly24

অন্ধ্রপ্রদেশে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসে আগুন, ১৫৭ যাত্রীকে নিরাপদে সরানো গেলেও মৃত ১

অন্ধ্রপ্রদেশে গভীর রাতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড। টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসের দু’টি কামরায় আচমকা আগুন ধরে যায়। ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। রেল সূত্রে খবর, আগুন লাগা দুটি কামরা থেকে মোট ১৫৭ জন যাত্রীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।

রবিবার রাত প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ বিশাখাপত্তনমের কাছে আনাকাপল্লির এলামানচিলি এলাকায় ঘটনাটি ঘটে। ওই জায়গাটি বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন চলন্ত অবস্থাতেই কামরাগুলিতে আগুন দেখা যায়। পরিস্থিতি বুঝে চালক দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। আগুন দু’টির বেশি কামরায় ছড়াতে পারেনি বলেও নিশ্চিত করা হয়েছে।

রেল আধিকারিকদের দাবি, পুড়ে যাওয়া প্রথম কামরায় ছিলেন ৮২ জন এবং দ্বিতীয় কামরায় ৭৬ জন যাত্রী। বি–১ কামরা থেকে চন্দ্রশেখরম সুন্দরম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত দু’টি কামরাকে দ্রুত মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। বাকি কামরা সংযুক্ত করে ট্রেনটি এর্নাকুলমের দিকে রওনা দেয়। তবে ক্ষতিগ্রস্ত কামরার যাত্রীদের মূল ট্রেনের সঙ্গে পাঠানো হয়নি। তাঁদের আলাদা বন্দোবস্তে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

কী কারণে রাতে হঠাৎ আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দুই ফরেন্সিক দল। কামরাগুলি থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। রেল পুলিশ এবং দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। একজন যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় থানার এসপি তুহিন সিংহ।

এই ঘটনায় রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি রেলমন্ত্রক।

Related posts

শীতের মাঝেই উলটপুরাণ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের

ভোটের আগে বাংলার মন পেতে হাতিয়ার রেল, উত্তরে অমৃত ভারত সব ছ’টি ট্রেন ঘোষণা