শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল। বুধবার রাতে ওই দুর্ঘটনার জেরে বৃহস্পতিবার সকালেও ট্রেন চলাচল বিপর্যস্ত। যুদ্ধকালীন তৎপরতায় চলছে লাইনচ্যুত হওয়া রেল বগিটি সরানোর কাজ। ট্রেনটি এখনও পর্যন্ত সরানো না হওয়ায় ব্যহত রেল চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
ঘটনায় প্রকাশ, বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ লোকাল ও মালগাড়ি ডাইভারশনের সময় একই লাইনে চলে আসে। সংঘর্ষের অভিঘাতে লোকাল ট্রেনের চালকের কামরা এবং মালগাড়ির চাকা ভেঙে ২টি বগি লাইনচ্যুত হয়। অল্পের জন্য় রক্ষা পান লোকাল ট্রেনের যাত্রীরা। ট্রেনের গতি বেশি না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে যায়। তবে ব্যাহত হয় হাওড়া-বর্ধমান কর্ড, মেইনের ডাউন লাইনে ট্রেন চলাচল।
দুর্ঘটনার জেরে একদিকে যেমন হাওড়া-বর্ধমান ডাউনে লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে বিভিন্ন এক্সপ্রেস। তেমনই আবার দূরপাল্লার একাধিক ট্রেনও রাত থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে। কর্ড-মেইন লাইনে আটকে এক্সপ্রেস-লোকাল ট্রেন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত লাইন ও লাইনচ্যুত কামরাটি সারানোর কাজ চলছে। ফলে মেল ও এক্সপ্রেস সিঙ্গল লাইন দিয়ে চালানো হচ্ছে। ডাউন লাইনে বর্ধমানের মেমারি থেকে হাওড়া পর্যন্ত ট্রেন চলাচল করছে। তবে আপ লাইনে ট্রেন চালাচলে সমস্যা হচ্ছে। বাতিল হয়েছে একাধিক ট্রেন। বিভিন্ন স্টেশনে দূরপাল্লা ট্রেন দাঁড়িয়ে।