মগরাহাট স্টেশনে আগুনের জেরে ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল ব্যাহত

শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার দুপুরে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আগুন লাগে, যার ফলে ব্যাপক প্রভাব পড়ে ট্রেন চলাচলে। ডায়মন্ড হারবার লাইনের সমস্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্ল্যাটফর্ম সংলগ্ন একটি মোবাইল ফোনের দোকানে প্রথম আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। দোকানগুলোর ছাউনিতে ত্রিপল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, আতশবাজি থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার জিআরপি ও মগরাহাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতিতে করে জল ঢালা হয়, পাশাপাশি স্টেশনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, ‘দুপুর ২টো ৪৮ মিনিট নাগাদ স্টেশন সংলগ্ন একটি বেআইনি দোকানে আগুন লাগে। ৩টে ২৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সুরক্ষার স্বার্থে ওই সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়েছে।’

রেল আধিকারিকদের দাবি, বহুবার বেআইনি দোকানগুলি সরানোর নির্দেশ দেওয়া হলেও দোকান মালিকরা তা মানেননি। এই কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে রেলের অভিযোগ। তবে এ ঘটনায় বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর নেই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন