ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, হাওড়ায় দু’ঘণ্টা স্তব্ধ ট্রেন চলাচল

হাওড়া: ফের বড়সড় বিপত্তি হাওড়া স্টেশনে। ওভারহেডের তার ছিঁড়ে বন্ধ ট্রেন পরিষেবা। দক্ষিণ পূর্ব রেলে হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত ট্রেন চলাচল।

জানা গিয়েছে, হাওড়া কারশেডের কাছে বিকেল সাড়ে ৪টে নাগাড ওভারহেড তার ছিঁড়ে যায়। এর ফলে আপ ও ডাউন লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে তার জোড়ার কাজ শুরু করেন ইঞ্জিনিয়ররা। রেলের লিগ্যাল ও টেলি কমিউনিকেশেন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেন। সন্ধে সাড়ে ছ’টা নাগাদ তার জোড়ার কাজ শেষ হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় ট্রেন চলাচল। গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনগুলি। স্বস্তি পান যাত্রীরা।

অন্য দিকে, এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। বিকেল থেকে অফিস অফিসে ছুটি হতেই ভিড় বাড়তে থাকে হাওড়া স্টেশনে। অফিস ছুটির সময় এই ঘটনা ঘটায় বেজায় সমস্যায় পড়েন যাত্রীরা।

ঘটনায় প্রকাশ, ডাউন বালিচক লোকালের প্যানটোগ্রাফ ওভারহেড তারের সঙ্গে জড়িয়ে যাওয়ার ফলে হাওড়া কারশেডে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এর ফলে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় আপ এবং ডাউন লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। দূরপাল্লার সঙ্গে বিভিন্ন লোকাল ট্রেনগুলিও দাঁড়িয়ে পড়ে।

আরও পড়ুন: একলাফে রেকর্ড কমল তাপমাত্রা, শীঘ্রই শীতের আগমন

Related posts

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

দেশের ৬ মেট্রো শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম পথদুর্ঘটনা, তথ্য কলকাতা পুলিশের রিপোর্টে

চেতলা অগ্রণীর পুজোয় অগ্নিকাণ্ড, বন্ধ দর্শনার্থীদের প্রবেশ