ট্রেনি সেনা আধিকারিকদের লুটপাট, মহিলা সঙ্গীকে গণধর্ষণ মধ্যপ্রদেশে

ইন্দোর: মধ্যপ্রদেশের ইন্দোর জেলার জাম গেটের কাছে মঙ্গলবার রাতে দুজন তরুণ সেনা অফিসার এবং তাঁদের দুই মহিলা বন্ধু সশস্ত্র দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে আক্রান্ত হন। হামলাকারীরা প্রথমে লুটপাটের উদ্দেশ্যে এসেছিল বলে মনে হলেও পরে তারা সেনা অফিসারদের মারধর করে এবং এক মহিলাকে গণধর্ষণ করে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বেও অপরাধমূলক রেকর্ড রয়েছে।

মহু সেনা কলেজে প্রশিক্ষণরত দুই সেনা অফিসার দুপুরে তাঁদের মহিলা বন্ধুদের সঙ্গে ছোট জাম এলাকার ফায়ারিং রেঞ্জের কাছে ঘুরতে গিয়েছিলেন। সেই সময় হঠাৎ করেই আটজন সশস্ত্র ব্যক্তি তাঁদের ঘিরে ধরে। হামলাকারীরা পিস্তল, ছুরি এবং লাঠি নিয়ে সেনা অফিসার এবং তাঁদের সঙ্গীদের উপর হামলা চালায় এবং তাঁদের অর্থ ও জিনিসপত্র লুট করে।

পরিস্থিতি আরও খারাপ হয় যখন দুষ্কৃতীরা এক অফিসার এবং এক মহিলাকে জিম্মি করে এবং অন্য অফিসার এবং এক মহিলাকে ১০ লাখ টাকার মুক্তিপণ নিয়ে আসার জন্য পাঠায়। আতঙ্কিত হয়ে ওই অফিসার দ্রুত তাঁর ইউনিটে ফিরে যান এবং তাঁর কমান্ডিং অফিসারকে ঘটনাটি জানান।

সেনা কমান্ডিং অফিসার তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন এবং ডায়াল-১০০-এর অফিসাররা সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে তাঁদের গাড়ি আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়।

সবাইকে সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ মহু সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দুই সেনা অফিসার আহত হয়েছেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন