ডায়মন্ড হারবার লাইনে ফের ট্রেন অবরোধ, নিত্যযাত্রীদের ক্ষোভে ভোগান্তি চরমে

শিয়ালদহ: বৃহস্পতিবার সকাল থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে ফের ট্রেন অবরোধ করলেন যাত্রীরা। উত্তর রাধানগর স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভে শামিল হন স্থানীয় নিত্যযাত্রীরা। এর ফলে আপ ও ডাউন—দু’দিকের ট্রেন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ব্যাপক সমস্যায় পড়েন অফিসযাত্রী ও স্কুল-কলেজের পড়ুয়ারা।

যাত্রীদের অভিযোগ, সাধারণ কামরার সংখ্যা কমিয়ে অতিরিক্ত মহিলা কামরা বসানো হলেও ট্রেনের সংখ্যা বা কোচ বাড়ানো হয়নি। প্রতিদিন গাদাগাদি ভিড়ে যাতায়াত করতে হচ্ছে, দাঁড়ানোর জায়গাও মেলে না।

এই একই দাবিতে আগের দিন দক্ষিণ বারাসাত ও মথুরাপুরেও রেল অবরোধ হয়। সমস্যা সমাধানে রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্থায়ী কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।

যাত্রীরা জানিয়ে দিয়েছেন, দাবি মানা না হলে আন্দোলন চলবে। প্রশাসন ও রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। দিনে দিনে এই অবরোধে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ছেই। এখন দেখার, রেল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন