আরজি কর-কাণ্ডে বিচার প্রক্রিয়া শেষ, ১৮ জানুয়ারি সাজা ঘোষণা

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদহ আদালতে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। বৃহস্পতিবার আদালতে এই চাঞ্চল্যকর মামলার শুনানি শেষ হয়।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। দীর্ঘ শুনানির পরে বিচারক জানিয়েছেন, আগামী ১৮ জানুয়ারি দুপুরে সাজা ঘোষণা করা হবে।

আরজি করের খুন-ধর্ষণ মামলায় বুধবারই সওয়াল শেষ করেছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পক্ষের আইনজীবী। সিবিআইয়ের দাবির বিরোধিতা করে আদালতে ধৃতের আইনজীবী জানিয়েছিলেন, তিনি এই ঘটনার সঙ্গে যুক্তই নন। গোটা ঘটনাটি সাজানো। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে অভিযুক্তকে।

বৃহস্পতিবার বক্তব্য সম্পূর্ণ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। তিলোত্তমার বাবা-মাও বিচার চেয়ে পৃথকভাবে আবেদন জানান। এদিন তাঁদের বক্তব্যও শোনা হয় আদালতে। আদালতে রুদ্ধদ্বার কক্ষে চলছিল শুনানি।এবার রায় ঘোষণা করবে আদালত। আগামী ১৮ জানুয়ারি, শনিবার, দুপুর আড়াইটেয় রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?