হলদিয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

অসম সফর শেষে এবার হলদিয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই শ্রমিক সমাবেশে যোগ দেবেন তিনি। ওই সমাবেশের প্রধান বক্তা ডায়মণ্ডহারবারের সাংসদ। শ্রমিক সমাবেশ রয়েছে আগামী ২৮ মে।

আইএনটিটিইউসি তমলুক সাংগঠনিক জেলা কমিটির তরফে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। তাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা অভিষেকের। শ্রমিকদের উদ্দেশে কী বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেদিকে নজর সকলের। উল্লেখ্য, হলদিয়া পুরসভায় পুরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। এবার হলদিয়ায় আসন্ন পুরভোট। তাই হলদিয়া যে অভিষেকের কাছে পাখির চোখ হবে, তা বোঝাই যাচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক