২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতি শুরু তৃণমূলে, ১৪ জুন বৈঠক ভবানীপুরে

পরের মাসেই তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহিদ দিবস—২১ জুলাই। প্রতি বছরের মতো এবারও রাজ্যজুড়ে ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে পালিত হবে এই দিনটি। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল। জানা গিয়েছে, আগামী ১৪ জুন ভবানীপুরের দলীয় কার্যালয়ে ডাকা হয়েছে শহিদ দিবস উপলক্ষে প্রস্তুতি বৈঠক।

এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে তৃণমূলের সমস্ত জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানদের। বিশেষ গুরুত্ব দিয়ে ডাকা হয়েছে কলকাতা উত্তর ও বীরভূম সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্যদেরও। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের পক্ষে ২১ জুলাইয়ের মঞ্চ হতে পারে লড়াইয়ের স্লোগান তোলার সূচনা বিন্দু। রাজনৈতিক মহল মনে করছে, এবারের শহিদ দিবসের বার্তা হতে চলেছে নির্বাচনী প্রচারের প্রারম্ভিকা।

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে ১৩ জন শহিদ হওয়ার পর থেকে এই দিনটি প্রতি বছর পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। সেই স্মৃতিকে সামনে রেখে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দলের ভবিষ্যৎ রণনীতিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও ধর্মতলায় আয়োজিত কেন্দ্রীয় সভায় দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে ছাত্র-যুব নেতারা মঞ্চে থাকবেন।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে