চার কেন্দ্রের প্রার্থী বদল তৃণমূলের

ডেস্কঃ ভোটের মুখে ৪টি কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল। সূত্রে খবর, প্রার্থী ঘিরে অসন্তোষের জেরেই প্রার্থী রদবদল করা হয়েছে।
নদিয়ার কল্যাণী কেন্দ্রে প্রার্থী হলেন অনিরুদ্ধ বিশ্বাস। এর আগে এখানে রমেন্দ্রনাথ বিশ্বাসের নাম ঘোষণা করা হয়। উত্তর ২৪ পরগণার অশোকনগর কেন্দ্রে প্রার্থী হলেন নারায়ণ ঘোষ। আগে ছিলেন ধীমান রায়। দুবরাজপুরের তৃণমূল প্রার্থী হলেন দেবব্রত সাহা। আমডাঙ্গায় প্রার্থী হলেন রফিকুর রহমান।

আরও পড়ুনঃ প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, দেখে নিন একনজরে…

এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জমা পড়েছিল। আর তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, সব দলের আগেই প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল। এরপর বেশ কয়েক জায়গায় অসন্তোষের ছবি সামনে আসে। 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক