ডেস্ক: সুস্মিতা দেবকেই এবার রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল কংগ্রেস৷ যোগদানের পরই সুস্মিতাকে বিশেষ দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়েছে তৃণমূল নেতৃত্ব৷ তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দিল রাজ্যের শাসকদল তৃণমূল। আগামী ৪ অক্টোবর রাজ্যসভার একটি উপনির্বাচন। তৃণমূল বিধায়ক মানস ভুঁইঞার ছেড়ে আসা আসনে এবার মনোনীত হলেন সুস্মিতা।
তৃণমূলের তরফে সুস্মিতা দেবকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে ট্যুইট করা হয়েছে তৃণমূলের তরফে৷ সেখানে লেখা হয়েছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিই হল মহিলাদের ক্ষমতায়ণ এবং তাঁদের রাজনীতিতে আরও বেশি করে অংশগ্রহণ নিশ্চিত করা, তাহলেই আমাদের সমাজ আরও অনেক কিছু পেতে সাহায্য করবে৷’
আরও পড়ুন: রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
রাজ্যসভায় মনোনয়ন পেয়ে সুস্মিতা দেব বলেছেন, ‘আমি উচ্ছ্বসিত এবং মমতাদি ও অভিষেকের কাছে কৃতজ্ঞ৷ আমি এই সম্মান পাওয়ার যোগ্য কি না জানি না, কিন্তু আমার দলের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত৷’
ত্রিপুরায় সংগঠন বিস্তারের গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল সুস্মিতা দেবকে। ত্রিপুরার পাশাপাশি অসমের ভারও তাঁর হাতে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। এক মাস কাটতে না কাটতেই সুস্মিতা দেব পেয়ে গেলেন পদও। এবার তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দেওয়া হচ্ছে।