‘বাংলার প্রাপ্য টাকা না দিয়ে নাটক করছেন প্রধানমন্ত্রী”, মোদীর বিরুদ্ধে ‘মিথ্যাচার’-এর অভিযোগ তুলে পাল্টা আক্রমণে তৃণমূল

দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক ও রাজনৈতিক সভার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা সাংবাদিক বৈঠকে তোপ দাগল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় দলের মুখপাত্র কুণাল ঘোষ প্রধানমন্ত্রীকে সরাসরি ‘মিথ্যাচারী’ বলে কটাক্ষ করেন।

কুণালের অভিযোগ, “একজন প্রধানমন্ত্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে একরাশ মিথ্যে তথ্য দিয়ে গেলেন। উনি খালি হাতে এসে হাজার হাজার কোটির প্রকল্পের কথা বলছেন। কিন্তু বাংলার প্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বকেয়া কেন্দ্র এখনও দেয়নি। একশো দিনের কাজ, আবাস যোজনা— সব টাকা রাজ্য সরকারই দিয়েছে। তাহলে উনি কিসের উন্নয়ন করতে এসেছেন?”

প্রধানমন্ত্রীর ঘোষিত প্রকল্পগুলিকে ‘অদৃশ্য ৫ হাজার কোটি টাকার গল্প’ বলে কটাক্ষ করে কুণাল বলেন, “দৃশ্যমান বকেয়া দিচ্ছেন না, কিন্তু চোখে ধুলো দেওয়ার মতো করে অদৃশ্য প্রকল্প দেখাচ্ছেন। এটা করার কথা ছিল, এর মধ্যে কোনও দয়া নেই।”

এদিনের সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব। বেকারত্ব, নারী নির্যাতন ও আইনশৃঙ্খলার প্রসঙ্গ তুলে কুণালের মন্তব্য, “বাংলার মানুষ জানে, ভোটের আগে বিজেপি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এবারও সেই চেনা ছকেই নেমেছেন মোদী।”

তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গে মাটি শক্ত করতে ফের মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর কৌশল নিচ্ছে বিজেপি। তবে রাজ্যের মানুষ সেই ফাঁদে আর পা দেবে না বলেই বিশ্বাস দলীয় নেতৃত্বের।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা