নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচন হোক, নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করল তৃণমূলের প্রতিনিধি দল

ডেস্ক: বাংলার মানুষ চান নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচন হোক। দিল্লির জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে এই আবেদন করল তৃণমূলের প্রতিনিধি দল।  “আমরা নিরাশ নই, আশা নিয়ে যাচ্ছি।” ভবানীপুর-সহ ৭ কেন্দ্রে দ্রুত উপনির্বানের দাবিতে নির্বাচন কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এমনই মন্তব্য করল তৃণমূলের প্রতিনিধি দল। 


ভোট চলাকালীন রাজ্যে কোভিড পজিটিভিটির হার ছিল ৩০ শতাংশের কাছাকাছি। বর্তমানে যা নেমে এসেছে ১.৫ শতাংশে। ফলে এই পরিস্থিতিতে মাত্র ৭ কেন্দ্রে ভোটের আয়োজনে কোনও সমস্যা দেখছে না শাসক শিবির। এ দিন কমিশনের কাছে দরবার করে মূলত এই যুক্তিই খাড়া করা হয়। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র-সহ তাঁর গোটা টিমের সঙ্গে আলোচনা করেন তৃণমূল নেতারা।

আরও পড়ুন: পাহাড়ের রাজনীতিতে নয়া মোড়, পদত্যাগ করলেন বিনয় তামাং


প্রচারের জন্য সামান্য সময় দিয়ে উপনির্বাচন করার প্রস্তাব দিয়েছে তৃণমূলের প্রতিনিধিরা। দলে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং সুখেন্দুশেখর রায়। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,’নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দীর্ঘ আলোচনা করলাম। তথ্য দিয়ে বলেছি, এপ্রিলে কোভিডের শতকরা হার ছিল ৩৩। সেটা এখন ২ শতাংশের নীচে। এই পরিস্থিতিতে তাঁদের বোঝানোর চেষ্টা করেছি, রাজ্যের মানুষের প্রত্যাশা নির্বাচন ৬ মাসের মধ্যে সম্পন্ন হোক। অল্প সময় প্রচারের জন্য দেওয়া হলেও আপত্তি নেই। বাংলার মানুষ চান নির্বাচন হোক।’ কমিশনের তরফে তৃণমূলের দাবি-দাওয়া শোনা হয়েছে। একই সঙ্গে পালটা কিছু সুবিধা-অসুবিধার কথাও উল্লেখ করেছে কমিশন। 

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে