নেতাজি ইন্ডোরের মহাসমাবেশ থেকে বিজেপির বিরুদ্ধে ‘ভূতুড়ে ভোটার’ ঢুকিয়ে বাংলা দখলের চেষ্টার অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগকে আরও জোরালো করে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে ভোটার কার্ডে ‘ইউনিক আইডি’ চালুর দাবি জানাল তৃণমূল।
রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে এক প্রতিনিধিদল কমিশনে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধিদলে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম বলেন, ‘‘একই এপিক নম্বরে ভিন্ন রাজ্যে ভোটার কার্ড থাকা চলবে না। তাই আধার বা পাসপোর্টের মতো ভোটার কার্ডেও ইউনিক আইডি চালু করতে হবে।’’
তৃণমূলের দাবি, বিজেপি দিল্লি ও মহারাষ্ট্রে ‘ভূতুড়ে ভোটার’ যুক্ত করে ক্ষমতা দখল করেছে। পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে চার বছরে যে হারে ভোটার সংখ্যা বেড়েছে, গত সাত মাসে প্রায় সমসংখ্যক ভোটার বেড়েছে, যা ‘অস্বাভাবিক’।
তৃণমূলের অভিযোগ, নতুন নিয়মে ভোটার কার্ডে বিধানসভা ও লোকসভা কেন্দ্রের উল্লেখ নেই, যা ‘চক্রান্ত’। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, একই এপিক নম্বর নতুন কিছু নয় এবং তা কখনওই একই রাজ্যে থাকে না। তবে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছেন, কমিশনের ২৮ নম্বর নিয়ম লঙ্ঘন হচ্ছে, যা সংশোধন করা জরুরি।