আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার এক বছর পর আবার জাতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবল সংস্থা বৃহস্পতিবার তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা করেছে।
মার্চে ভারতের দুটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। ১৯ মার্চ মলদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচ এবং ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা পর্বের ম্যাচ খেলবে ভারত। দু’টি ম্যাচই হবে শিলংয়ে, যেখানে সুনীলের খেলার সম্ভাবনা প্রবল।
২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন ছেত্রী। ভারতের হয়ে ১৫০টি ম্যাচে ৯৪টি গোল করা এই কিংবদন্তি ফুটবলার নেহেরু কাপ, সাফ কাপ ও এএফসি চ্যালেঞ্জ কাপ-সহ বহু সাফল্যের অংশীদার ছিলেন।
গত বছর ৬ জুন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি। কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতে খেলেছিলেন শেষ ম্যাচ। আবার দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন সুনীল।