পেগাসাস নিয়ে রাজ্যসভায় তীব্র বিরোধিতায় তৃণমূল, মন্ত্রীর বিবৃতি ছিঁড়ে ফেললেন শান্তনু সেন

ডেস্ক : সংসদের বাদল অধিবেশনে কার্যত প্রাধান বিরোধীর ভূমিকা নিয়েছে তৃণমূল কংগ্রেস। পেগাসাস নজরদারি বিতর্ক-সহ একাধিক ইস্যুতে বৃহস্পতিবার উতপ্ত হয়ে উঠল রাজ্যসভা।

এদিন পেগাসাস নিয়ে বক্তব্য রাখার জন্য উঠে দাঁড়িয়েছিলেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তৃণমূল সাংসদ শান্তনু সেন তাঁর হাত থেকে বিবৃতিপত্র ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ডেপুটি চেয়ারম্যানের দিকে ছুড়ে মারেন।

ওই সময় অন্য বিরোধী দলের নেতারাও ওয়েলে নেমে প্রতিবাদ জানাতে থাকেন। মন্ত্রীর বিবৃতির প্রতিলিপি ছিঁড়ে ফেলে ফেলেন।

ডেপুটি চেয়ারম্যান হরিবংশ রাজ্যসভার সাংসদদের সংযত হতে বলেন। ‘অ-সংসদীয়’ আচারণ থেকে বিরত করার চেষ্টা করলে ব্যর্থ হন। শেষ পর্যন্ত রাজ্যসভা মুলতুবি ঘোষণা করেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক