ব্যালট খুলতেই ৩ কেন্দ্রে এগিয়ে তৃণমূল

ডেস্ক: সরকারি কর্মচারীদের আস্থা এখনও অটুট তৃণমূলের (TMC) পক্ষেই। রবিবার সকালে তিন কেন্দ্রের ব্যালট গণনা (West Bengal Election) শুরু হতেই সেই ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে। এদিকে ভবানীপুর কেন্দ্রে পোস্টাল ব্যালেটে অনেকটা এগিয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পাওয়া খবরে তৃণমূল সুপ্রিমো ২ হাজার ৯৯৫ ভোটে এগিয়ে রয়েছেন বলে খবর। পোস্টাল ব্যালটে যেহেতু সরকারি কর্মীরা ভোট দেন, তাই এই ভোটের সংখ্যা কম হলেও এই গণনার ফলাফল বিশেষ গুরুত্ব এবং তাৎপর্যের দাবি রাখে। 

আরও পড়ুন: উপনির্বাচন মিটলে রাজ্যে পুরভোট, ইঙ্গিত দিলেন মমতা

ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান বাড়বে বলে আশাবাদী তৃণমূল। ফিরহাদ হাকিম বলেন, বড় মার্জিনে মমতা বন্দ্যোপাধ্য়ায় জিতবেন। পঞ্চাশ থেকে আশি হাজার ভোটে জিতবেন। অন্যদিকে, শেষ পাওয়া খবর অনুযায়ী, জঙ্গিপুরে ১৩০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। 

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে