ফের উত্তপ্ত বীরভূম। এক তৃণমূল নেতাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। শুক্রবার রাতে কাঁকড়তলা থানার বড়রা গ্রামে বাইক থেকে নামিয়ে একদল দুষ্কৃতী বেধড়ক মারধর করে তাঁকে। শনিবার মৃত্যু হয় শেখ নিয়ামুলের।
পুলিশ সূত্রে খবর, শেখ নিয়ামুল শুক্রবার রাতে বড়রা বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় গ্রামের গরিব পাড়া সংলগ্ন এলাকায় অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। পাথর, লোহার রড-সহ ভারী বস্তু দিয়ে নির্মমভাবে মারধর করা হয়।
পরিবারের অভিযোগ, নিয়ামুলের মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সময় পথেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় বড়রা গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বীরভূম জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন। তদন্ত চলছে।