প্রথম পাতা খবর ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন, বোমাবাজি করে চম্পট দুষ্কৃতীরা

ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন, বোমাবাজি করে চম্পট দুষ্কৃতীরা

457 views
A+A-
Reset

উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকা। নৈহাটিতে উপনির্বাচন চলাকালীনই ভাটপাড়ায় চলল গুলি। বুধবার সকালে ভাটপাড়ায় এক চায়ের দোকানে বসে থাকা তৃণমূল নেতা অশোক সাউকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে একের পর এক বোমা ছুড়ে আতঙ্ক ছড়ায় তারা। পরে আহত অবস্থায় তাঁকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, সেখানেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন অশোক সাউ। হঠাৎই দোকানে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী এবং তাঁর উপর গুলি চালায়। দোকানে প্রচুর ভিড় ছিল, দোকানদার জানিয়েছেন তিনি ব্যস্ত ছিলেন এবং হঠাৎ গোলমালের মধ্যে গুলি চলে। ঘটনার পরে চায়ের দোকানের আসবাবপত্র তছনছ করে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। স্থানীয়দের বক্তব্য এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান, ২০২৩ সালে অশোক সাউয়ের উপর একবার হামলা হয়েছিল।

ঘটনার মধ্যে, নৈহাটি বিধানসভা উপনির্বাচনের সময় এ ধরনের আক্রমণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিজেপি দাবি করেছে যে তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধের জেরেই এই হামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে যে, দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করার চেষ্টা চলছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.